ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

রোহিঙ্গা নির্যাতনের ভিডিও প্রকাশে টনক নড়লো মিয়ানমারের [ভিডিও]

আরটিভি অনলাইন ডেস্ক

সোমবার, ০২ জানুয়ারি ২০১৭ , ০১:৫৩ পিএম


loading/img

শেষ পর্যন্ত টনক নড়লো মিয়ানমার সরকারের। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়া রোহিঙ্গা নির্যাতনের ভিডিও আমলে নিলো দেশটির সরকার। একজন পুলিশ কর্মকর্তার তোলা ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশ রোহিঙ্গা মুসলমানদের মারধর করছে।

বিজ্ঞাপন

মিয়ানমার সরকার প্রতিশ্রুতি দিয়েছে তারা ঐ ভিডিওটির প্রেক্ষাপটে পদক্ষেপ নেবে। সরকারের দেয়া বিবৃতিতে বিষয়টি স্বীকার করে নেয়া হয়েছে। বলা হয়েছে, এ ঘটনা নভেম্বরে রাখাইন রাজ্য সংঘর্ষের দু’দিন পরেই ঘটেছে। সে ঘটনায় একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়।

এ পর্যন্ত মিয়ানমার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, রাখাইন রাজ্য নিরাপত্তা বাহিনী আইন মেনেই কাজ করছে।

বিজ্ঞাপন

রোহিঙ্গাদের ধারণ করা এ ধরণের মারধরের ভিডিও বিভিন্ন মাধ্যমে আসলেও সেগুলো নকল বলে বাতিল করে দিয়েছিল সরকার। এমনকি গেলো তিন মাস ধরে ঐ এলাকায় কোন পর্যবেক্ষকের প্রবেশে বাধা রয়েছে।


এফএস/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |